July 31, 2025, 5:15 pm

নরসিংদীতে বিএমএসএফ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name 334 View
Update : Thursday, May 23, 2019

নিজস্ব প্রতিবেদক|বৃহস্পতিবার,২৩ মে ২০১৯:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) ১৬ রমজান বিএমএসএফ’র নরসিংদী জেলা কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ’র নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুনজুর এলাহী। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। তিনি বলেন মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া অতি জরুরী। এই দাবি আজ সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ওয়েজবোর্ডের সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মাঝেও বাস্তবায়ন করতে হবে।
নরসিংদী সদর উপজেলা মোড়স্থ হাজির গফুর মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে বিএমএসএফ’র নরসিংদী শাখার সভাপতি মোশারফ হোসেন নিলু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (ক্রাইম) নরসিংদী জাবেদ মাহমুদ,প্রবীণ সাংবাদিক নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বাবু নিবারণ রায়, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও বিএমএসএফ’র নরসিংদী জেলা শাখার উপদেষ্টা আজরাফ টিপু।

অনুষ্ঠানে বিএমএসএফ’র নরসিংদী শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফারুখ আহম্মেদ,বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি শরিফ ইকবাল রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, সোহরাব হোসেন বাদন ও মঈনুদ্দিন রাসেদ, হাজী গফুর মার্কেটের ব্যাস্থপনা পরিচালক আলহাজ্ব মনির হোসেন।

এছাড়া মাধবদী থানা শাখার সভাপতি আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ডাক্তার আলাউদ্দিন সোহান আলাল,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আব্দুল হান্নান মানিক,হাজি মোক্তার হোসেন,নরসিংদী সদর কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম সহ পলাশ, শিবপুর, মনোহরদী,বেলাব, রায়পুরায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ণ সহ ১৪দফা দাবী তুলে ধরে সকল সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সবশেষে দোয়া পরিচালনা করেন বিএমএসএফ’র নরসিংদী জেলা কমিটির কোষাধ্যক্ষ সফিউদ্দিন খন্দকার।
#


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর