November 18, 2025, 8:37 pm

জনতাকে কাঁদিয়ে বদলি হয়ে চলে গেলেন নওগাঁ সদর থানার ওসি- আব্দুল হাই

Reporter Name 213 View
Update : Friday, May 24, 2019

ইউনুস আলী ফাইম,নওগাঁ প্রতিনিধি.
নওগাঁর আপামোর জনতাকে কাঁদিয়ে গেলেন নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই। উন্ন ইউনিটে বদলি হয়েছেন তিনি। ১৮ সালে ২৭মে নওগাঁ সদর মডেল থানায় যোগদান করেছিলেন। তার বদলি সংবাদে অসাদু, দুর্নীতি বাজরা আনন্দ উল্লাস করলেও মন ভেঙ্গেছে সাধারন আপামোর জনগনের। তিনি অন্যায় অনিয়ম, মাদক দাদন ব্যাবসায়ী ও হয়রানির ঘোড় বিরোধী ছিলেন। পাশাপাশি সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করতে সরাসরি তিনি নিজেই কথা বলতেন। এক কথায় পুলিশি আদর্শের মডেল ওসি আব্দুল হাই।
অনেক দাদাল দের কাছ থেকে সেবা প্রার্থীদের টাকা ফেরৎ নিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। ওসি আব্দুল হাই বলেন,নওগাঁ সদর মডেল থানা হতে অন্য ইউনিটে বদলির জন্য আবেদন করে ছিলাম মঞ্জুর হয়েছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত পুলিশ সুপার জনাব ইকবাল হোসেন
পিপিএম স্যার পজিটিভ সুযোগ দিয়েছিলেন। এক বছর দায়িত্ব পালনে নওগাঁ জেলার সকল সিনিয়র স্যারদের ও থানার অফিসার ফোর্সের সহযোগিতা পেয়েছি সকলের প্রতি আমি কৃতজ্ঞ। নওগাঁয় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন যোগদান কৃত ওসি ছোটভাই সোহরাওয়ার্দির ও নওগাঁ বাসির প্রতি রইলো শুভকামনা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর