ইমামকে দাঁড় করিয়ে মিম্বরে বসে রইলেন আ’লীগ নেতা
নারায়ণগঞ্জ | শনিবার, ২৫ মে ২০১৯:
ইমামকে দাঁড় করিয়ে মিম্বরে বসে চরম সমালোচনার জন্ম দিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতা হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন! এলাকায় তাকে ডাকাত গেসু নামেই চিনে। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়াসউদ্দিনের ছবিটি ছড়িয়ে পড়ার পরে এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
যদিও গিয়াসউদ্দিনের পরিবার দাবি করেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ! দাঁড়িয়ে থাকতে পারেন না! তাই তিনি মিম্বরে বসেছিলেন।
তবে ওই মসজিদে উপস্থিত অনেকেই বলেছেন ভিন্ন কথা। তাদের মতে, দাম্ভিকতা ও নিজের প্রভাব বুঝাতে তিনি এ কাজ করেছেন। দাঁড়িয়ে থাকতে না পারলে, মসজিদে বসার অনেক জায়গা ছিল। মিম্বরেই তাকে বসতে হবে? এছাড়াও ইমামকে তিনি দাঁড় করিয়ে রাখেন।
শুক্রবার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার নিজের প্রতিষ্ঠিত মসজিদে ইফতারের আগে এ ঘটনার জন্ম দেন আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন।








