নরসিংদীতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আব্দুল কুদ্দুস | শনিবার,২৫ মে ২০১৯:
নরসিংদীতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার(২৫ মে) দুপুরে মাধবদী শহরের কাশিপুর রোডস্থ ব্যাংকের কার্যালয়ে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী ভূইয়া শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মিলন মিয়া, স্থানীয় মহিলা কাউন্সিলার ফরিদা বেগম ও প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে আলোচনা শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।