August 5, 2025, 3:35 am

উত্তরায় চক্রাকার বিআরটিসি বাস উদ্বোধন

Reporter Name 167 View
Update : Monday, May 27, 2019

রাসেল খান,
রাজধানীর উত্তরায় চালু করা হয়েছে হয়েছে চক্রাকার বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০ টি শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে চালু হয়েছে এই বাস সেবা সার্ভিস।

সোমবার দুপুর ১২ টার দিকে উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

উদ্বোধনের আগে সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল পরিনত হচ্ছে। আমাদের প্রতিবেশী ও আরও অনেক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
তবে গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। আমরা দুই সিটির মেয়র কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন সাঈদ খোকন।
নাগরিকেরা সচেতন না হলে আমরা হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান করতে পারবো না। একটু সচেতনতা আমার মা, আমাদের প্রিয়জনদের জীবন নিরাপদ করতে পারে। সচেতনতা পরিবর্তনের শক্তি যে পরিবর্তন আমরা অর্জন করতে চাই তার শক্তি হলো সচেতনতা।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। এটি আমাদের সবার জন্য। সুস্থ সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। এই বাসগুলো সড়কে নির্বিঘ্নে চলতে হলে পথচারীদের ফুটপাথে চলতে হবে। তিনি ডিএমপি পুলিশ বলেন নগরীর ফুটপাত দখল মুক্ত করতে। তিনি বলেন, আমরা সবাই একত্রে কাজ করলে, সচেতন থাকলে ঢাকা অচিরেই আবাস অযোগ্য থেকে বাস যোগ্য নগরীতে পরিণত হবে।

চক্রাকার বাস সার্ভিস সেবায় থাকছে বিআরটিসির ১০টি সিঙ্গেল ডেকার বাস। এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকেটের মূল্য ৩০টাকা। এছাড়া এর মাঝে যেকোনো স্থানের জন্য ২০টাকার কিনতে হবে টিকিট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর