October 27, 2025, 8:56 am

গ্লোবাল ফ্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন শোয়েব

Reporter Name 236 View
Update : Tuesday, May 28, 2019

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার,২৮ মে ২০১৯:
ভারতের গ্লোবাল স্পোর্টস ফ্যান অ্যাওয়ার্ড ২০১৯ পুরস্কার পাচ্ছেন টাইগার ভক্ত শোয়েব আলী।

প্রথমবারের মতো এ পুরস্কারটি দেওয়া হচ্ছে পাঁচ জনকে। শোয়েবের সঙ্গে আছেন শচিন টেন্ডুলকারের ভক্ত সুধীর কুমার গৌতম, বিরাট কোহলির ভক্ত সুখমুর কুমার, পাকিস্তানের চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল এবং শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে।

আগামী ১৪ জুন বিশ্বকাপের ফাইনালের দিন ম্যানচেস্টারে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে সবসময়ই মাঠে উপস্থিত থাকেন শোয়েব। বাংলাদেশের খেলা মানেই বাঘ সেজে পতাকা উড়িয়ে, চিৎকার করে টাইগারদের সমর্থন জানিয়ে উৎসাহ দেন তিনি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও টাইগারদের উৎসাহ দিতে উপস্থিত থাকেন তিনি। ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দুবাই সহ অনেক দেশেই গিয়েছেন শোয়েব।

শোয়েব বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য গৌরবের। খুব ভালো লাগছে। তাও আবার ইংল্যান্ডে আমাকে এ পুরস্কার দেওয়া হবে। তবে এ কৃতিত্ব আমার নয়। কারণ বাংলাদেশ দল আছে বলেই আমি আছি। বাংলাদেশ ভালো খেলে বলেই আজকে আমাকে সবাই চিনেছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর