October 27, 2025, 8:55 am

বড় দলগুলোর চেয়ে মোটেও পিছিয়ে নেই বাংলাদেশ : মাশরাফী

Reporter Name 224 View
Update : Monday, June 3, 2019

স্পোর্টস ডেস্ক | সোমবার,৩ জুন ২০১৯: বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে অংশ নেয়া বড় দলগুলোর চেয়ে মোটেও পিছিয়ে নেই বাংলাদেশ।

রোববার (০২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, বিশ্বকাপে আমরা ভালো করতে চাইলে বড় দলগুলোকে হারাতেই হবে। এবার যাদের বড় দল বলা হচ্ছে, তারা আমাদের সমান। যদি আমরা ভালো করতে চাই তাহলে পরের ম্যাচগুলো আমাদের জিততে হবে।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জেতার পরেও বাস্তবতার মাটিতে পা রেখে সবাইকে কঠিন বাস্তবতাও মনে করিয়ে দিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কারণ শুভ সূচনা পাওয়ার পরেও যে রানরেটের বিচারে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে নেই টাইগাররা।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, এক ম্যাচ জিতেও টেবিলে নাই ( সেরা চার)। আমরা যেন এটা করতে পারি, সেই চেষ্টাই করতে হবে। পরের ম্যাচগুলো তাই জিততে হবে।

বিশ্বকাপ চলাকালীন সময়ে এবার টাইগার ক্রিকেটারদের ঈদ কাটাতে হবে দেশের বাইরে। বিষয়টি নিয়ে কী ভাবছেন নড়াইল এক্সপ্রেস? সংবাদ সম্মেলনে হাসতে হাসতে তিনি বলেন, এবার ঈদ খেলার ভেতরে। আমরা এটা উপভোগ করছি। টুকটাক সবার পরিবারের সদস্যরা এখানে আছে। তাদের সঙ্গে ভালো সময় যাবে। খেলাটাই এখন কাজ। এটা নিয়েই ভাবছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর