July 30, 2025, 10:02 pm

ভারতীয় বিশ্লেষকদের মুখে টাইগারদের প্রশংসা!

Reporter Name 204 View
Update : Monday, June 3, 2019

স্পোর্টস ডেস্ক | সোমবার,৩ জুন ২০১৯:
সাধারণত ভারতীয় ক্রিকেট বিশ্লেষক-বিশেষজ্ঞরা বাংলাদেশ ক্রিকেটের সমালোচনাই বেশি করেন। কখনও কখনও তো তুচ্ছতাচ্ছিল্যের সুরে নানান খোঁচাও দিয়ে থাকেন। তবে এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভারতের বিশ্লেষক-বিশেষজ্ঞরা। প্রোটিয়াদের ২১ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে টাইগাররা।

এ জয়ের পর বাংলাদেশ ক্রিকেটের ভক্ত প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে সন্তোষজনক পারফরম্যান্স। ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে এবং খুব ভালোভাবে এগিয়ে নিয়েছে তারা। তবে দক্ষিণ আফ্রিকাকে আরও অনেক কাজ করতে হবে। বোলিংটা খুবই সাদামাটা মনে হয়েছে। মিডল অর্ডারেও নির্ভরযোগ্য একজন প্রয়োজন তাদের।’

সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ। যিনি সবসময়ই নিন্দা করে থাকেন বাংলাদেশ ক্রিকেটের। তিনি লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অসাধারণ খেলেছো। এ জয় তোমাদেরই প্রাপ্য।’

আরেক সাবেক তারকা মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত একটি জয়। ব্যাটিংয়ে সবার সম্মিলিত পারফরম্যান্স এবং পরে বোলাররাও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের হাত খুলে খেলার সুযোগ দেয়নি। দক্ষিণ আফ্রিকার ভাবার অনেক কিছুই আছে। বিশেষ করে বোলিং নিয়ে।’

ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ এক দিন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। কৌশলগত দিক থেকেও তারা দুর্দান্ত ছিলো এবং শেষদিকে দক্ষিণ আফ্রিকাকেও হাত খুলে খেলতে দেয়নি।’

ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া লিখেন, ‘তিন বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দেখিয়েছে যে বাউন্সারে ঘায়েল হওয়ার পাত্র নয় তারা। এছাড়া জুনের প্রথম সপ্তাহে স্পিনের কী দুর্দান্ত ব্যবহার।’

মাশরারফি বিন মর্তুজার অধিনায়কত্বের প্রশংসা করে তিনি আরও লিখেন, ‘কৌশলগত দিক থেকে অধিনায়কত্বও হয়েছে দুর্দান্ত। দারুণ খেলেছ প্রতিবেশীরা। নিঃসন্দেহে মাশরাফি সেরা একজন অধিনায়ক। এশিয়ার অন্যতম সেরা।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর