July 31, 2025, 6:26 pm

আজ প্রোটিয়াদের টিকে থাকার লড়াই

Reporter Name 205 View
Update : Monday, June 10, 2019

স্পোর্টস ডেস্ক | সোমবার, ১০ জুন ২০১৯:
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে একটা জয় দরকার প্রোটিয়াদের। বৈশ্বিক মঞ্চে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত জয় বঞ্চিত রয়েছে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচটি ডুপ্লেসির দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

লড়াইটা ক্যারিবিয়ান বনাম প্রোটিয়াদের। একদিকে উইন্ডিজের আক্রমণাত্মক ক্রিকেট অন্যদিকে দক্ষিণ আফ্রিকানদের বিশ্ব মঞ্চে ধুকতে থাকা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচটা জয় চাই ওটিস গিবসনের দলের।

আফ্রিকানদের বাজে পারফরম্যান্সের পর অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়ে ছিলেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী এবিডি ভিলিয়ার্স। তবে প্রোটিয়া বোর্ড ফিরিয়ে দিয়েছে তার সেই আবেদন। ইনজুরির কারণে নেই ডেল স্টেইন। সন্দেহ রয়েছে লুঙ্গি নিগির খেলা নিয়ে।

এদিকে এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ে দারুণ ছন্দে গেইল, হেটমায়ার, শেই হোপ, লুইস, পুরানরা। অন্যদিকে অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়াচ্ছেন আন্দ্রে রাসেল, ব্রাথোয়েট, হোল্ডাররা। বল হাতে গতির গোলা ছাড়ছেন থমাস, কটট্রেল, কিমার রোচরা। কঠিন পরীক্ষায় পড়তে হবে প্রোটিয়া ব্যাটসম্যানদের। সব প্রতিকুলতা কাটিয়ে শেষ পর্যন্ত নিশ্চয় ম্যাচ জিতে আসরে টিকে থাকতে চাইবে দক্ষিণ আফ্রিকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর