November 18, 2025, 9:45 pm

নারায়ণগঞ্জে ১৪ শত পিস ইয়াবাসহ ৪ জন আটক

Reporter Name 178 View
Update : Tuesday, June 11, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,১১ জুন ২০১৯:
১৪ শত পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছের র‌্যাব-১১। সোমবার (১০ জুন) দিবাগত রাতে র‌্যাব-১১, ক্রাইম প্রিভনশন স্পেশাল কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল নারায়ণগঞ্জ এর বন্দর থানাধীন বক্তার কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলো ১। মোঃ জসিম (২৭), ২। মোঃ আবির হোসেন (৩০), ৩। শোষেন সূত্রধর মুন্না (৩৮) এবং ৪। মোহাম্মদ হোসেন (২৭)। এসময় তাদের নিকট হতে ১৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৪৫০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার নাজমুছ সাকিব এ তথ্য জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী (১) মোঃ জসিম এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায়, (২) মোঃ আবির হোসেন এর বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর এলাকায়, (৩) শোষেন সূত্রধর@ মুন্না এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় এবং (৪) মোহাম্মদ হোসেন এর বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর