December 9, 2025, 5:41 am

নরসিংদীতে তরুণীকে পুড়িয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name 162 View
Update : Tuesday, June 18, 2019

নরসিংদী | সোমবার, ১৭ জুন ২০১৯ :
নরসিংদীতে কলেজ ছাত্রীকে কেরসিন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে স্থানীয় স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে এ ঘটনায় মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য সঞ্জিব রায় (২৫), সোহাগ সুত্র ধর (২৪) ও ইব্রাহীম নামে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।

ঘটনার পর থেকে রায়পুরা ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে জানান উপ-পরিদর্শক আব্দুল গাফফার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নরসিংদী শহরের বীরপুর মহল্লার বর্মন পাড়ায় পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে এক তরুণীর গায়ে আগুন দিয়ে ঝলসে দিয়েছে দুর্বত্তরা। আহত কলেজ ছাত্রীর নাম ফুলন রানী বর্মন (১৭)।

এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তরুনীকে নরসিংদী সদর হাসাপাতাল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। সে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিসৎকসাধীন অবস্থায় আছে বলে জানান তার স্বজনরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর