August 21, 2025, 9:29 pm

না ফেরার দেশে মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসি

Reporter Name 170 View
Update : Tuesday, June 18, 2019

আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯:
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আদালতে সোমবার শুনানি চলাকালে হঠাৎ অচেতন হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। খবর বিবিসি।

খবরে বলা হয়, মোহাম্মদ মুরসি আদালতে বিচারকের কাছে বক্তব্য পেশ করার সময় হঠাৎ অচেতন হয়ে। এর আগে তিনি প্রায় ২০ মিনিট আদালতে বক্তব্য রাখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২০১১ সালে দেশটিতে ব্যাপক সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলায় মুরসির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির আদালত। পরে তা বাতিল করে পুনর্বিচারের আদেশ দেওয়া হয়েছিলো।

চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানের মুখে ২০১৩ সালে ক্ষমতা থেকে বিদায় নেন মুরসি। পরে মিসরের এই প্রেসিডেন্টের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের সময় ২০১১ সালে দেশটির হাজার হাজার নাগরিককে কারাবন্দী ও শত শত নাগরিককে হত্যার অভিযোগ ওঠে তৎকালীন ক্ষমতাসীন মুরসি সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে কারাবন্দিদের বিরুদ্ধে গণআদালতে বিচারও শুরু হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর