August 27, 2025, 2:24 am

সদরঘাটে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

Reporter Name 156 View
Update : Friday, June 21, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুন ২০১৯:
রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ে ৫ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ কোস্টগার্ড কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। তবে দুই শিশু নিখোঁজ রয়েছে।’

তিনি বলেন, ‘শিশু দুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর