December 7, 2025, 8:44 pm

দুর্নীতিবাজদের বাদ দিয়েই দল সাজাচ্ছি: কাদের

Reporter Name 189 View
Update : Saturday, June 22, 2019

নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ জুন ২০১৯: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা নিজেরা সৎ থাকলে অন্যদেরও সৎ থাকার পরামর্শ দিতে পারব। অসৎ ও দুর্নীতিবাজ হলে এটা সম্ভব নয়। আমরা দুর্নীতিবাজদের বাদ দিয়েই দল সাজাচ্ছি। আজ (২২ জুন) দুপুরে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী।

আগমীকাল ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিয়ে দলকে সাজানোর চেষ্টা করছি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের দলের গ্রেট এসেট, আমাদের লিডার। তিনি একজন সৎ রাজনীতিবিদ। শতভাগ সৎ থেকেই তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। কাজেই অন্য সবাইকেই সৎ হতে হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, সড়কে যেমন শৃঙ্খলার অভাব আছে, তেমনি দলেও কিছু শৃঙ্খলার অভাব আছে। এসব ব্যাপারে দলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে দলীয়ভাবে চেষ্টা চলছে। কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না দুর্নীতিবাজদের। অন্যদিকে বিএনপি কখনই তাদের দুর্নীতিবাজদের বাদ দিয়ে দলের নেতৃত্ব সাজাতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রতিষ্ঠাবার্ষিকীর নানা প্রস্তুতির কথা সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর