December 22, 2025, 3:14 pm

আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name 193 View
Update : Monday, June 24, 2019

মৌলভীবাজার | সোমবার, ২৪ জুন ২০১৯:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ (২৪ জুন) সকাল ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

রেলওয়ে কর্তৃপক্ষের তদন্ত কমিটির কথা উল্লেখ করে তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গতকাল (২৩ জুন) রাত ১১টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল লেভেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ৭ নিহত এবং শতাধিক আহত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর