August 21, 2025, 1:29 pm

মাশরাফি-সাকিব নিয়ে মন্তব্যের পর, আফগান অধিনায়কের হুমকি!

Reporter Name 216 View
Update : Monday, June 24, 2019

ক্রীড়া ডেস্ক | সোমবার, ২৪ জুন ২০১৯:
বিশ্বকাপের মত আসরে সাধারণত, এক দলের অধিনায়ক অন্য দলের সরাসরি প্রশংসা করেন না। করলেও একটু লেজ লাগিয়ে দেন। হয়ত বলেন, যদিও ভাল, তথাপি…। কিন্তু আফগান ক্যাপ্টেন গুলবাদিন নায়েব সে পথে না হেটে সোজাসাপটা টিম বাংলাদেশ, মাশরাফির অধিনায়কত্ব আর পারফরমার সাকিবের প্রশংসা করলেন বেশ খোলা মনেই।

তবে নিজ দলের পক্ষে কথা বলতেও পিছপা হননি তিনি। শেষ দিকে প্রতিপক্ষ বাংলাদেশকে একটি বিশেষ বার্তাও দিয়ে দিয়েছেন। রাত পোহালে বিশ্বকাপের ম্যাচ যে দলের বিপক্ষে, সেই বাংলাদেশ দল এবং বিশেষ করে অধিনায়ক মাশরাফি আর ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ সাকিব আল হাসানের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ গুলবাদিন নায়েব।

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে বরং টাইগারদের প্রশংসাই করলেন বেশি। বাংলাদেশ সম্পর্কে বলতে বলা হলে গুলবাদিন নায়েব বলে উঠলেন, ‘বাংলাদেশ এবারের বিশ্বকাপে বেশ ভাল খেলছে। বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে ফর্মে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২০ রানের বড়সড় টার্গেট অতিক্রম করে ফেলেছে। যা এক দারুণ সাফল্য।’

বাংলাদেশ দলের এ সাফল্য ও উত্তরণে অধিনায়ক মাশরাফি আর পারফরমার সাকিবের ভূমিকার প্রশংসা করে গুলবাদিন বলেন, ‘বাংলাদেশ গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে। এ দলের উত্তরণে অধিনায়ক মাশরাফির ভূমিকা অপরিসীম। মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হবার পর থেকেই দিনকে দিন বাংলাদেশ উন্নতি করেছে। প্রতিটি ডিপার্টমেন্টেই ভাল খেলতে শুরু করেছে।’

সাকিবের কালকে জ্বলে ওঠা নিয়ে কথা বলতে গিয়ে গুলবাদিন সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়ে বলেন, ‘যদি আগামী দিন মানে ২৪ জুন সাকিবের দিন হয়, তাহলে সে অবশ্যই ভাল ক্রিকেট খেলবে। আর যদি দিনটি আমাদের হয়, তাহলে সাকিব একা নয়, পুরো প্রতিপক্ষ বাংলাদেশের সব ক্রিকেটারের জন্যই কঠিন এক দিন হবে।’

শেষ দিকে গিয়ে একটি বার্তা দিয়ে রাখলেন আফগান অধিপতি, ‘শুনুন, আমার দল সম্পর্কে একটি কথা বলি- আমরা কিন্তু সহজ দল নই। আমরা হয়ত গত পাঁচ খেলায় বাজে ভাবে হেরেছি। তবে আমরা দিনকে দিন উন্নতি করছি। ইনশাআল্লাহ আগামীকাল হবে আমাদের দিন।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর