December 1, 2025, 12:20 pm

যেকোনও মূল্যে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে: কাদের

Reporter Name 175 View
Update : Monday, June 24, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ জুন ২০১৯:
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ হারিয়ে যায়নি, হারিয়ে যেতে পারে না। আমাদের শপথ নিতে হবে- যেকোনও মূল্যে যেকোনও পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। নেতৃত্বে সততা বজায় রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে।’

সোমবার (২৪ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় কাদের নেতাকর্ম‌ীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘মনে রাখবেন একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। সাহস ও সততা নিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি। আমাদের নেত্রীর সততাকে সম্বল করে আমরা আগামী দিনেও এগিয়ে যাবো।’

তিনি বলেন, ‘আমরা আজ শপথ নেবো নির্বাচনের আগে দলের পক্ষ থেকে যে ইশতেহার দিয়েছি তা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো। আমরা ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করবো। আমাদের দলকে আগের যেকোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল দল হিসেবে আমরা এগিয়ে যাবো।’

আওয়ামী লীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর