August 4, 2025, 10:06 am

হাসপাতালে শুটিং করতে গিয়ে, হাসপাতালেই আহত বুবলী

Reporter Name 201 View
Update : Tuesday, June 25, 2019

বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯:
রাজধানীর ইমপালস হাসপাতালে মঙ্গলবার (২৫ জুন) দুপুর থেকে চলছিল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং। সেখানেই মাথায় আঘাত পেয়ে দুর্ঘটনার কবলে পড়েন চিত্রনায়িকা বুবলী।

ইমপালস হাসপাতালের জরুরী বিভাগের গেটে এই দুর্ঘটনা ঘটে। দৃশ্যটি ছিল এমন, হাসপাতালের জরুরী বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে আনেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলেও গেট দিয়ে ঢোকার সময় ঘটে বিপত্তি। শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান।

এরপর ব্লিডিং শুরু হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ রাখা হয়।

চিকিৎসক জানান, বুবলীর বাম কানের উপরে দরজার স্টিলের সঙ্গে ধাক্কা লাগে। সামান্য ফেটে যাওয়ায় রক্তপাত হয়। মাথায় কিছু অংশ ফুলে গেছে।

‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। ইতোমধ্যে তুরস্কে ছবির গানও শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর