July 31, 2025, 7:50 am

আরো এক ধাপ উপরে উঠলো টাইগাররা

Reporter Name 179 View
Update : Friday, June 28, 2019

স্পোর্টস ডেস্ক | শুক্রবার,২৮ জুন ২০১৯:
আরো এক ধাপ উপরে উঠলো টাইগাররা
চলতি বিশ্বকাপের ৩৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এবারের আসরের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শেষে সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের বিশ্ব নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে দেখা যায়, আরো এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। বাংলাদেশের রেটিং এখন ৯২।

এর আগে ১৭ জুন প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে ১২৪ রেটিং নিয়ে শীর্ষে ছিলো ইংল্যান্ড। অবশ্য শীর্ষে থেকেই নিজেদের মাটিতে বিশ্বকাপ শুরু করেছিলো ইংলিশরা। তবে বিশ্বকাপের নিজেদের সর্বশেষ দুই ম্যাচে শ্রীলংকা-অস্ট্রেলিয়ার কাছে হেরে র‌্যাংকিং-এর দ্বিতীয়স্থানে নেমে গেল ইংল্যান্ড। এখন তাদের রেটিং ১২২। এতে ১২৩ রেটিং নিয়ে শীর্ষে উঠে গেল ভারত।

১৭ জুনে প্রকাশিত র‌্যাংকিং-এ ৮৫ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিলো মাশরাফি বাহিনী। কিন্তু ঐ দিন টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়, ২০ জুন নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ও ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কারনে ৯২ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ সপ্তমস্থানে উঠে এলো বাংলাদেশ। বিশ্বকাপে লিগ পর্বে বাকী দুই ম্যাচ জিততে পারলে ষষ্ঠস্থানে উঠে যাবে বাংলাদেশ। সেখানে ৯৬ রেটিং নিয়ে এখন আছে পাকিস্তান।

সেরা দলগুলোর মধ্যে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বাজে পারফরমেন্স দক্ষিণ আফ্রিকার। ৭ ম্যাচে মাত্র ১টিতে জিতেছে তারা। বিশ্বকাপের আগে তৃতীয়স্থানে ছিলো প্রোটিয়ারা। বর্তমানে ১০৯ রেটিং নিয়ে পঞ্চমস্থানে নেমে গেছে ডু প্লেসি বাহিনী।

নিউজিল্যান্ড তৃতীয় ও অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থস্থানে। অষ্টম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর