November 16, 2025, 11:22 pm

ইংলিশদের বাঁচা-মরার লড়াইয়ে আজ প্রতিপক্ষ ভারত

Reporter Name 237 View
Update : Sunday, June 30, 2019

স্পোর্টস ডেস্ক | রবিবার,৩০ জুন ২০১৯
শিরোপার দুই শক্ত দাবিদার ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। আসরে এখন পর্যন্ত অপরাজিত বিরাট কোহলির দল। অন্যদিকে, শক্তিশালী দল নিয়েও শীর্ষ চারের পথ দুর্গম হয়ে উঠেছে ইংল্যান্ডের জন্য। সেমিফাইনালের টিকেট কাটতে হলে জিততেই হবে স্বাগতিকদেরকে।

বার্মিংহ্যামের এজবাস্টনে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের মুখোমুখি দেখায় দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ। মোট ৭ ম্যাচের মধ্যে অন্য ম্যাচটিতে কেউই জেতেনি।

দুই দলের তারকাদের জৌলুশে-নামের ভারে, আসরের হট ফেবারিট বলা হচ্ছিলো এই দুই দলকেই। টুর্নামেন্টের মাঝপথে এসে অমন ধারণা পাল্টে গেছে। নিজেদের নামের পাশে অপরাজেয় তকমা লাগিয়ে ফেলেছে ভারতীয়রা, পাকিস্তান-শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার কাছে হেরে টালমাটাল ইংলিশরা।

এই ম্যাচে হারলেই নিজেদের মাটিতে সেমিফাইনালের আগেই বাদ পড়ার শঙ্কায় পড়বে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেরা চার নিশ্চিত করবে বিরাট কোহলির দল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর