October 27, 2025, 2:54 am

১০৪ পর্বের ধারাবাহিক তিন পাগল নাটকে অভিনয় করছেন সুবর্ণা কবির

Reporter Name 185 View
Update : Friday, July 5, 2019

বিনোদন প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- শুক্রবার,০৫ জুলাই ২০১৯:
নিপা প্রোডাকশন এই প্রথম প্রযোজনা ও পরিবেশনায় ধারাবাহিক তিন পাগল নাটক টি খুব শিঘ্রই আসছে বেসরকারি চ্যালেনে। আর এই নাটকটিতে নতুন মুখ হিসেবে অভিনয় করছেন সুবর্ণা কবির।

টিভি সহ সামাজিক যোগযোগ মাধ্যম ইউটিউব এবং বিভিন্ন অনলাইনে দেখা যাবে বলে জানিয়েছেন ঐ মিডিয়ার কর্মকর্তাগণ।

এক জাক নঁতুন এবং পুরাতন মুখ নিয়ে নিপা প্রোডাকশন প্রথম প্রযোজনা ও পরিবেশনায় তিন পাগল সিরিজটি মানুষের মাঝে গ্রহনযোগ্যতা পাবে বলে অভিনয় শিল্পীদের মতামত।কেনো না ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বের শুটিং হয়ে গেছে, আর শুটিং চলা সময় নাটকটি দেখার জন্য মানুষের কৌতুহল ব্যাপক ভাবে সাড়া দিয়েছে, নাটকটি রচনা করেছেন সেলিম মাহমুদ পরিচালনায় রয়েছেন মিজানুর রহমান, নাটকটিতে অভিনয় করছেন সিদ্দিক, এ্যানি খান, হিমেল, সুবর্ণা কবির, প্রিন্স, শফিক খান দিলু সহ অনেকে। আগামী কয়েক দিনের মধ্যে সিরেজের ধারাবাহিক নাটকটি আসছে


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর