August 4, 2025, 10:02 am

ঘরে সুন্দরী স্ত্রী রেখে নাবিলাকে বিয়ে করলেন জাহিদ হাসান!

Reporter Name 181 View
Update : Saturday, July 6, 2019

বিনোদন ডেস্ক | শনিবার,০৬ জুলাই ২০১৯:
৯০-এর দশকে মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ’কে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দাম্পত্য জীবনে তারা এক কন্যা ও এক পুত্রের জনক-জননী। কিন্তু সুখের সংসারে একি করলেন জাহিদ হাসান! ঘরে সুন্দরী গুণবতী স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করলেন তিনি!

ছোটপর্দার উঠতি অভিনেত্রী নাবিলা ইসলামকে বিয়ে করেছেন জাহিদ হাসান। তবে বাস্তবে নয়, নাটকের কোনও একটি দৃশ্যে।

গেল ঈদুল ফিতরে প্রচারিত হানিফ পালোয়ানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘আমি একজন ভদ্রলোক’ নাটকে এমনই একটি দৃশ্যে জাহিদ হাসান ও নাবিলার বিয়ে হয়।

নাটকের গল্পে দেখা যায়, ফারাবি চরিত্রে অভিনয় করা জাহিদ হাসান একজন নিখাদ ভদ্রলোক। কিন্তু কিছুতেই তার বিয়ে দিতে পারছেন না মা। বিয়ের কথা শুনলেই লজ্জায় লাল হয়ে যান পাত্র। ভয়ও লাগে। এক পর্যায়ে জোরাজোরির পর পাত্রী দেখতে রাজি হন ফারাবি। মা কথা দিয়ে ফেলেন কনেপক্ষকে।

কনের বাড়িতে গিয়ে পাত্র হঠাৎ উধাও হয়ে যায়। এর পরই শুরু হয় দুপক্ষের খোঁজাখুজি। ঠিক এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

জাহিদ ও নাবিলা ইসলাম ছাড়াও নাটকটিতে অভিনয় করেন সাবেরি আলম, সৈয়দ হাসান ইমাম, নূরে আলম নয়ন, সোহানি ইসরাত, জাফর আলী, জিয়া উদ্দিন জিয়া, ফরহাদ হোসেইন, ডেইজি, ইসরাত জাহান অতিথি, ওশমি প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর