November 19, 2025, 6:32 am

জন্মদিনে স্ত্রী-কন্যার সঙ্গে ধোনির নাচ ভাইরাল

Reporter Name 175 View
Update : Monday, July 8, 2019

স্পোর্টস ডেস্ক | সোমবার,৮ জুলাই ২০১৯:
গতকাল ৭ জুলাই ছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ৩৮তম জন্মদিন। বিশ্বকাপকে ঘিরে পুরো দল ও পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন ধোনি। স্ত্রী-কন্যা ও সতীর্থদের সঙ্গে নেচে-গেয়ে সেখানেই নিজেদের জন্মদিনটা উদযাপন করলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই ক্রিকেট তারকা।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধোনির জন্মদিনের কিছু ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে- স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে কেক কাটছেন তিনি। পাশেই সতীর্থ হার্ডিক পান্ডিয়া ও কেদার যাদবরা। ছিলেন টিম ইন্ডিয়ার অন্য সতীর্থরাও।

ছুরি হাতে কেক কাটা শেষে আদরের কন্যা জিভার মুখে কেক তুলে দিয়ে মেয়েকে নিয়ে নাচতে শুরু করেন ধোনি। বাপ-মেয়ের এই নাচ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিওগুলো পোস্ট করেন ধোনির স্ত্রী সাক্ষী সিং।

ধোনির জন্মদিন নিয়ে ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়া লিখলেন, ‘আপনার কাছ থেকে প্রতিদিনই নতুন কিছু শিখি। আমার জীবনের অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ।’ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেদার যাদবও।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর