November 3, 2025, 5:48 pm

গাজীপুরে রানি ম্যাক্সিমার কুটির শিল্প পরিদর্শন

Reporter Name 162 View
Update : Wednesday, July 10, 2019

নিজস্ব প্রতিবেদক | বুধবার,১০ জুলাই ২০১৯:ন
গাজীপুরে রানি ম্যাক্সিমার কুটির শিল্প পরিদর্শন
নেদারল্যান্ডের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি বুধবার বিকালে টঙ্গীর দত্তপাড়ার নারী উদ্যোক্তা ঝর্ণা ইসলমের কুটির শিল্প পরিদর্শন করেছেন।

রানি ম্যাক্সিমা সেখানে পোশাক উৎপাদন প্রক্রিয়া ও কাজের পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় রানি কুটির শিল্প মালিক ঝর্ণা ইসলামের ব্যবসার খোঁজখবর নেন। ঝর্ণা ইসলাম রাণীর কাছে কারখানা তৈরি জন্য জায়গা ও ৫০টি মেশিন দেয়ার অনুরোধ জানান।

সেখানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝর্ণা ইসলাম ব্রাক এনজিওর একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে রানি ম্যাক্সিমার সাথে তার পরিচয় হয়। রানি ম্যাক্সিমা গত ২০১৫ সালে বাংলাদেশে এসে প্রথম টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় ঝর্ণার ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন কুটির শিল্প পরিদর্শন করেছিলেন। সে সময় রানি তাকে ৬টি সেলাই মেশিন উপহার দিয়েছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর