নাটোরে বাসচাপায় একজন নিহত
নাটোর | বুধবার,১০ জুলাই ২০১৯:
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল হান্নান নামে এক বিপনন কর্মীর হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শহরের বড়হরিশপুর এলাকার একটি হারবাল কোম্পানীর বিপনন কর্মকর্তা আব্দুল হান্নান দুপুরে বাইপাস এলাকায় রাস্তা পারপার হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল হান্নান সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








