August 3, 2025, 3:45 pm

এবারও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

Reporter Name 149 View
Update : Wednesday, July 17, 2019

নিউজ ডেস্ক | বুধবার, ১৭ জুলাই ২০১৯:
গেল বছরের মতো এবারও সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৮টি শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডেও পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ফলাফলের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরে এ তথ্য জানান।

এ বছর ঢাকা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৪ শতাংশ, ছেলেদের ৬৮ দশমিক ২২ শতাংশ। রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৩২। কুমিল্লা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭, ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ১২ শতাংশ। যশোর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, ছেলেদের ৭২ দশমিক ৭৪ শতাংশ।

একইভাবে চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ এবং ছেলেদের ৫৯ দশমিক ২১ শতাংশ। বরিশাল বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ। সিলেট বোর্ডে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৮৩ শতাংশ এবং ছেলেদের ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিনাজপুর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ।

একইসঙ্গে মাদরাসা শিক্ষাবোর্ডে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ। যেখানে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ আর ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

এবার সারা দেশে মোট ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মোট পাসের সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। মোট পাসের হার ৭৩.৯৩ শতাংশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর