August 30, 2025, 7:54 pm

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name 126 View
Update : Thursday, July 18, 2019

ঠাকুরগাঁও | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে ঠাকুরগাঁওয়ে দিপু চন্দ্র (২১) নামে এক ইভটিজারের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তাকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ও এক সন্তানের জনক দিপু চন্দ্র অনেক দিন ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে আসছে। এর প্রতিবাদ করলেও সে তা মানেনি। এমনকি প্রেমের বিষয়ে তাকে অসম্মান করার ভয় দেখিয়ে তিন হাজার টাকাও নিয়েছে সে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে ছাত্রীটিকে আবারও ইভটিজিংকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর