August 21, 2025, 9:31 pm

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসী গ্রেফতার

Reporter Name 171 View
Update : Thursday, July 18, 2019

আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাগান আব্বাসীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পাকিস্তানের জাতীয় তদন্ত সংস্থার (ন্যাব) মুখপাত্র জানান, তিনি আব্বাসীকে গ্রেফতার করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারির কাগজ-পত্র হাতে পেয়েছেন। এতে আব্বাসীর দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে।

লাহোরে দলের একটি সম্মেলনে যাওয়ার পথে আব্বাসীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

শাহিদ খাগান আব্বাসী পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রভাবশালী নেতা। তিনি ২০১৭ সালে নওয়াজ শরীফের পর বছর খানেকের মতো ক্ষমতায় ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর