August 5, 2025, 9:33 pm

রবি শাস্ত্রীই থাকছেন ভারতের কোচ!

Reporter Name 141 View
Update : Thursday, July 18, 2019

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয় ভারতের। টুর্নামেন্ট শেষে এ নিয়ে আলোচনা হচ্ছে বেশ। বিসিসিআইও কোচ নিয়োগের বিজ্ঞতি দিয়েছে। তবে এত কিছুর পরও টিম ইন্ডিয়ার কোচ থাকছেন রবি শাস্ত্রীই।

কোচ ও সাপোর্ট স্টাফ চেয়ে গেল মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। ৩০ জুলাই আবেদনের শেষ তারিখ। কপিল দেবের নেতৃত্বাধীন তিন সদস্যের উপদেষ্টা কমিটি কোহলিদের কোচ বেছে নেবে।

শোনা যাচ্ছে, ফের ভারতের কোচ হচ্ছেন শাস্ত্রী। অবশ্য বিকল্প কয়েকজনের নাম উচ্চারিত হচ্ছে। তবে শেষ অবধি কোচ থাকছেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই দ্বিতীয় মেয়াদে কোচিং শুরু করবেন রবি।

ভারতীয় বোর্ডের শীর্ষ এক কর্মকর্তার দাবি, শাস্ত্রীর অধীনে টেস্টে এক নম্বর জায়গা ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেটে দুই নম্বরে উঠে এসেছে কোহলিরা। তার জমানায় এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে তারা। শুধু বিশ্বকাপের সেমিফাইনালে হার দিয়ে তাকে ছাঁটাই করা ঠিক হবে না।

এ ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্যতেই প্রায় স্পষ্ট, মেন ইন ব্লুদের কোচ থাকছেন শাস্ত্রী। উল্লেখ্য, তার কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় ক্রিকেট দল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর