রাস্তা ভালো, এবার ঈদযাত্রায় ভোগান্তি হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,২৩ জুলাই ২০১৯:
অন্যবারের তুলনায় এবারের সড়ক সহাসড়কের অবস্থা ভালো, ফলে এবারের ঈদযাত্রায় কোনও ভোগান্তি হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী আসন্ন ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দেশের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙাচোড়া সড়ক মহাসড়ক মেরামত করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও ঈদের আগে মেরামত করা হবে।’
‘এছাড়া ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।’
মহাসড়কের ওপর ও পাশে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না বলওে হুশিয়ারি দেন তিনি। এছাড়া ঈদ উপলক্ষে সড়কে গাড়ির চাপ কমাতে পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।