August 4, 2025, 8:15 am

যৌনতা নিয়ে সব গোপনীয়তা ভাঙলেন সোনাক্ষী!

Reporter Name 156 View
Update : Wednesday, July 24, 2019

বিনোদন ডেস্ক | বুধবার, ২৪ জুলাই ২০১৯:
এবার যৌনতা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা। তিনি মানুষকে সেক্স এডুকেশন দেবেন। যৌনতা নিয়ে সমাজের রাখঢাক ভাঙতে চলেছেন তিনি। সোনাক্ষী মনে করেন যৌনতা নিয়ে লুকোচুরির কিছু নেই। বরং এই বিষয় নিয়ে খোলাখোলি কথা বলা উচিত মানুষের জানা উচিত সেক্সটা মানুষের জীবন খুব স্বাভাবিক একটা বিষয়। খোলাখোলি কথা বললে সমাজের ক্ষতি হবে না। উল্টে উন্নতি হবে। সোনাক্ষীর পরবর্তী ছবি “খানদানি সাফাখানা’-তে এরকম এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
সোনাক্ষী এই ছবিতে একটি সাফাখানা চালান। আসলে দাওয়াখানা থেকে সাফাখানা। সোনাক্ষীর বাবা রোগীদের দেখতেন। সেখানেই সোনাক্ষী মানুষকে যৌনতা সম্পর্কে সচেতনা বাড়াতে শুরু করেন। আর এই নিয়েই পুরো সমাজ তার বিপক্ষে চলে যায়।
সোনাক্ষী তবুও থেমে যান না। তিনি বলেন যৌনতা কোনও গুপ্ত রোগ নয়। আর যৌনতা নিয়ে কথা বলাটা কোনও গোপন কথা নয়। মানুষ কেন এই বিষয়টাকে গোপন বিষয় ভাবেন? এমন ভাবার কারণ নেই।
সোনাক্ষী এই ছবিতে এও বলছেন যে সব স্কুলে বাচ্চাদের সেক্স এডুকেশন দেওয়া উচিত। আগস্টের ২ তারিখ রিলিজ করবে এই ছবিটি। মজার ছলে এক নতুন গল্প বলতে চলেছে এই ছবি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর