August 5, 2025, 6:15 am

গণপিটুনিতে শ্রমিক হত্যা, সড়ক অবরোধ, পুলিশের ওসি-এসি আহত

Reporter Name 153 View
Update : Thursday, July 25, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯: রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় চোর সন্দেহে দেলোয়ার হাসেন (২৫) নামের এক গার্মেন্ট শ্রমিককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করায় রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে তারা রামপুরার আবুল হোটেল থেকে রামপুরা হাজিপাড়ার সড়কে অবস্থান নেয়। তবে বিকেল পৌনে ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খবর আসে বিক্ষুব্ধ শ্রমিকেরা রামপুরা সড়ক ছেড়ে দিয়েছে।

এক পর্যায়ে শ্রমিকদের একাংশ ইজি ফ্যাশন নামের ওই গার্মেন্টসে ঢুকে প্রতিষ্ঠানটি ভাঙচুর করে। এরপর বিকেল ৪টার দিকে পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শ্রমিকদের হামলায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও তেঁজগাও জোনের সহকারী কমিশনার (এসি) সালমান হাসান আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তেঁজগাও জোনের ডিসি আনিসুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় হাতিরঝিল থানার ওসি ও এসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে যা যা করা দরকার আমরা করছি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) মোনোয়ারুল জানান, শ্রমিকেরা গার্মেন্টসে ঢুকে প্রতিষ্ঠানটি ভাঙচুরের সময় ওসি স্যার তাদেরকে বাধা দিতে গেলে তারা স্যারকে আহত করে। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন।

তিনি আরও বলেন, শ্রমিককে হত্যার ঘটনায় এরই মধ্যে মালিক পক্ষের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, ভোরে গণপিটুনিতে ওই যুবক (দেলোয়ার) গুরুত্বর আহত হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ারের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত নিরাপত্তা প্রহরীকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর