August 3, 2025, 3:47 pm

৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

Reporter Name 144 View
Update : Thursday, July 25, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯:
প্রকাশিত হলো ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল। বৃহস্পতিবার (২৫ জুলাই) কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। ফলাফলে দেখা যায়, মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার যোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
ফলাফল প্রত্যাশীরা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ ফলাফল দেখতে পারবেন। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতেও এ ফলাফল জানা যাবে।

PSC40Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ এ ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর