August 5, 2025, 9:35 pm

বৃষ্টি ভাসিয়ে নিতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ!

Reporter Name 138 View
Update : Friday, July 26, 2019

স্পোর্টস ডেস্ক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
বিশ্বকাপে বৃষ্টি ছিলো সবচেয়ে সমস্যা। সেটা যেন আবার ফিরেে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আজকের শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরু হয়েছে বৃষ্টি। ফলে ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়েও জেগেছে শঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, ২৬ জুলাই কলম্বোয় বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে।

এদিন আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলতে নামবেন লংকান পেসার লাসিথ মালিঙ্গা। জয়ের সুখস্মৃতি নিয়ে তাকে বিদায় জানাতে চান সতীর্থরা। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। কিংবদন্তি পেসারের বিদায়ী ম্যাচটি ভেসে যেতে পারে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এবার সিরিজের প্রথম ওয়ানডেতেও হানা দিতে পারে তা।

এমনকি প্রবল বর্ষণের কারণে সিরিজের অবশিষ্ট দুই ওয়ানডে (২৮ ও ৩১ জুলাই) পণ্ড হয়ে যেতে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর