October 27, 2025, 6:12 am

মেরিলিন মনরোর সেই আবেদনময়ী মুহূর্তে শিল্পা (ভিডিও)

Reporter Name 193 View
Update : Friday, July 26, 2019

বিনোদন ডেস্ক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯:
‘দ্য সেভেন ইয়ার ইচ’ ছবির নায়িকা মেরিলিন মনরোর সেই বিখ্যাত দেহভঙ্গি এখনও কোটি পুরুষের চোখে লেগে আছে। ১৯৫৫ সালে হলিউডে নির্মিত ওই ছবিতে মেরিলিন দুহাতকে পাখির ডানা বানিয়ে বাতাসে ভেসে যাওয়ার যে আবেদনময়ী মুহূর্তের জন্ম দিয়েছিলেন সেটিকেই এবার নকল করলেন বলিউড অভিত্রেী শিল্পা শেঠি।

প্রয়াত মনরোর সেই বিখ্যাত মুহূর্তের মতো নিজের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করে অতীতকে স্মরণ করিয়ে দিয়েছেন শিল্পা।

ভিডিওটিতে অবিকল মেরিলিন মনরোর মতোই মোহময়ী ভঙ্গিমায় শিল্পা শেঠিকেও বাতাসে পোশাক উড়ে যাওয়ায় তার অনাবৃত হয়ে পড়া উরু ঢাকতে দেখা যাচ্ছে। সঙ্গে দুচোখ ভর্তি লজ্জামাখা হাসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, শিল্পা একটি লাল কাফতান পরে আছেন। শিল্পার পোজ দেয়ার সময় বাতাসের গতিবেগ বাড়ছিল। আর তাতে একটা সময় তার কাফতান উড়ে যাচ্ছিলো। বাঁ পায়ের উরু অনাবৃত হয়ে পড়েছিল। বিষয়টি টের পেয়ে দ্রুত কাপড় নিচের দিকে টেনে লজ্জার হাসিতে আবেদন ছড়ান নায়িকা।

সম্প্রতি গ্রিস ভ্রমণের সময় সাগর তীরে তোলা এমন ভিডিওর ছবি শেয়ার করেন শিল্পা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর