ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাববানীর সমন্বয়ক হিসেবে বন্যার্তদের সাহায্যে করলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি তাজওয়ার ওয়ালী

রাসেল খান,
বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাববানীর সমন্বয়ক হিসেবে বন্যার্তদের সাহায্যে করলেন ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি তাজওয়ার ওয়ালী।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে সারা দেশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বন্যার্ত ২১ টি জেলায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাদের নিয়ে ২১টি টিম ঘঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারন সম্পাদক গোলাম রাববানী সমন্বয়ক হিসেবে টিমগুলোর দায়িত্ব পালন করছেন।
এরই অংশ হিসেবে হোসেনপুরের বন্যাদুর্গত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং চর এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশনায়, সহযোগিতা এবং অনুপ্রেরণায় ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি তাজওয়ার ওয়ালীর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর