September 15, 2025, 5:21 pm

নরসিংদীর মাধবদী থেকে ১৫ লাখ টাকার ইয়াবাসহ তিনজন আটক

Reporter Name 122 View
Update : Friday, August 9, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৯ আগস্ট ২০১৯:
নরসিংদীতে ৫ হাজার ৩ শত ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছে থেকে আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশে উপ-পরিদর্শক আব্দুল গাফফার। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিক্তিতে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সাইফুল ইসলাম সাইদ (৩৭), চট্রগ্রামের সাতকানিয়া এলাকার আরিফুল(২৪) ও ইমতিয়াজ (২২)।

তিনি আরো জানান, কক্সবাজার হতে আসা ইয়াবার একটি বড় চালান নরসিংদীতে আসছে এমন একটি গোপন সংবাদ পায়। সেই তথ্য অনুযায়ী মাধবদীর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ৫ হাজার ৩শত ৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের আজ দ্রুত আইনের দারায় আদালতে সোপর্দ করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর