August 5, 2025, 8:42 am

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

Reporter Name 244 View
Update : Monday, August 12, 2019

নিউজ ডেস্ক | সোমবার, ১২ই আগস্ট, ২০১৯:
দেশ ও দেশে বাইরে সকল মুসলিম উম্মাকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের ওপর দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারি আজ ঈদের দিনে দেশবাসীর কাছে সেই দোয়া চাই। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করতেই কাজ করে যাচ্ছি। দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।’

সোমবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকরি বাসভবন গণভবনে ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সব কিছু উৎসর্গ করে এদেশের জনগণের ভাগ্য গড়ার জন্য কাজ করে যাচ্ছি। জাতির পিতা এদেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাক। মানুষ উন্নত, সুন্দর জীবন পাক, কেউ যেন খাটো করে দেখতে না পারে, এদেশের মানুষ সর্বত্র মর্যাদা পায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’

‌সরকারপ্রধান আরও বলেন, ‘দেশে মানুষ যে আস্থা ও বিশ্বাস রেখে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই আস্থার মর্যাদা আমি রাখবো। যে দায়িত্ব দেশের মানুষ তুলে দিয়েছে; সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই দোয়া চাই।’

তিনি বলেন, ‘বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি। কয়েকদিন আগে আমার চোখের সানি অপারেশন করাতে হয়েছে। এখনও পাঁচবার করে চোখে ওষুধ নিতে হচ্ছে।’

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাঙালি যারা আছেন- সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি মুসলিম উম্মাকেও ঈদের শুভেচ্ছা জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর