সিরাজগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৩০৭ জন

সিরাজগঞ্জ | বুধবার, ১৪ আগস্ট ২০১৯:
সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন চারজনসহ ৩৩ জন ও সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৫২ ডেঙ্গু রোগী। জেলায় এ পর্যন্ত ৩০৭ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২৫৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে সবশেষ এই তথ্য জানানো হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৩ দিনে মোট ৩০৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন। দু-তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর