August 5, 2025, 8:48 am

মিরপুর বস্তিতে আগুন নেভাতে পানি সংকটে ফায়ার সার্ভিসের কর্মীরা

Reporter Name 245 View
Update : Friday, August 16, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯:
রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড় ব‌স্তি‌তে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের আশপাশে পানি সংকট থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। এতে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ৭ ইউনিট, পরে ১৫ ইউনিট এবং সর্বশেষ ২০ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বস্তির আশাপাশে সুবিধামতো পানি না পেয়ে বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশের বহুতল ভবনের রিজার্ভ ট্যাংকিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের মাধ্যমে ঘটনাস্থলে আনার চেষ্টা করছেন।

প্রতক্ষ্যদশীরা বলছেন, আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে যাচ্ছে পুরো বস্তি। মনে করা হচ্ছে, পোড়ার মতো সব ছাই হয়ে গেলেই তবে আগুন নিভতে পারে। ইতোমধ্যে আনেকাংশ পুড়ে গেছে। এছাড়া আগুন নেভার সম্ভাবনা কম। যদিও ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর