August 4, 2025, 6:23 am

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে চলচ্চিত্র

Reporter Name 166 View
Update : Thursday, August 22, 2019

নিউজ ডেস্ক | বৃহস্পতিবার,২২ আগস্ট ২০১৯:
বাংলাদেশ পুলিশকে নিয়ে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। যা দেশের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবিতে পরিণত হয়। এরপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ নামের ছবির ঘোষণা আসে। দুটি ছবিরই পরিচালক দীপংকর দীপন। আর এবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি পরিচালনা করছেন ‘জাগো’ ও ‘মিস্টার বাংলাদেশ’-এর নির্মাতা খিজির হায়াত খান। এই পরিচালক জানালেন, ছবির নাম ‘গ্রিন হেলমেট’। এর নির্মাণ এখনো প্রস্তাবনা পর্যায়ে আছে।

তিনি ছবিটি প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ আর্মি দেশের সম্মান ও গৌরবের। তাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে অনেক কিছুই বিবেচনা করতে হয়। এ ছাড়া এটি পার্বত্য এলাকাকে ঘিরে। এটি অনেক স্পর্শকাতর বিষয়। তাই আমরা প্রধানমন্ত্রী দফতর বরাবর বিস্তারিত জানিয়েছি। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও আমাদের আলোচনা চলছে। গ্রিন সিগন্যাল পেলেই কাজে নেমে পড়ব। আশা করি, সেটা পাব।’

এদিকে গত ২১ আগস্ট পরিচালক তার ফেসবুক অ্যাকাউন্টে ছবির পোস্টার প্রকাশ করেছেন। যেখানে একটি যুদ্ধাস্ত্রের ওপর সবুজ হেলমেট রাখা। সেখানে বাংলাদেশের পতাকাও আছে। খিজির হায়াত খান বলেন, ‘ছবিটির ধারণা দিতে পোস্টার প্রকাশ করা হয়েছে। সব ঠিক থাকলে সশস্ত্র বাহিনী দিবসে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা। তবে এখনো ছবিটি আলোচনার পর্যায়েই আছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর