January 13, 2026, 1:39 pm

হাইকোর্টের ৩ বিচারপতিকে অব্যাহতি

Reporter Name 179 View
Update : Thursday, August 22, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার,২২ আগস্ট ২০১৯:
হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এই তিন বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হক। আজ (২২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা যায়, এই তিন বিচারপতির নাম নেই। এরপরই এর কারণ জানার জন্য গণমাধ্যমের কর্মীরা রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে যোগাযোগ করেন।

জানা যায়, প্রাতিষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নোটিশ জারি করা হয়নি। তবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর