ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত অন্তত ৬

ফরিদপুর | শনিবার , ২৪ আগস্ট ২০১৯: ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ধুলদী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারের কাজ চলছে বলেও তিনি জানান।
আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে কতোয়ালী থানা পুলিশ জানিয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর