ছুরিকাঘাতে খুন করে পালানোর সময় ‘খুনিকে’ও পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা | শনিবার , ২৪ আগস্ট ২০১৯:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করে পালানোর সময় উত্তেজিত জনতা খুনি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, ‘গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমীরপুরে এই ঘটনা ঘটে।’
শনিবার (২৪ আগস্ট) সকালে ওসি বলেন, ‘আমীরপুরে হাসান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া দিয়ে সন্দেহভাজন আকবরকে আটক করে এবং গণপিটুনি দেয়। এতে তিনিও নিহত হন।’
পুলিশ দুটি লাশই উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








