August 31, 2025, 10:26 am

টেকনাফে ২ রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Reporter Name 138 View
Update : Saturday, August 24, 2019

কক্সবাজার | শনিবার , ২৪ আগস্ট ২০১৯:
কক্সবাজারে টেকনাফ উপজেলায় যুবলীগ নেতা হত্যার দুই রোহিঙ্গা আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. শাহ ও মো. শুক্কুর। পুলিশের দাবি, নিহত মো. শাহ ও মো. শুক্কুর যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি।

শনিবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে জাদিমুরা পাহাড়ে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মো. শাহ আকিয়াবের মংডুর সবির আহম্মদের ছেলে ও মো. শুক্কুর রাসিদংয়ের আবদুল আজিজের ছেলে। দুজনই বর্তমানে টেকনাফের জাদিমুরা শালবাগান শরণার্থী শিবিরে বসবাস করতেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জাদিমুরা পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মো. শাহ ও মো. শুক্কুর নিহত হয়েছেন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও নয়টি তাজা ও ১২টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন বলে জানান ওসি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর