প্রথমবার মুখোমুখি সেরেনা-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ আগস্ট ২০১৯:
মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস–এই দুই তারকার লড়াই মানেই যেন সেরেনার জয়। অবশ্য ইউএস ওপেনে শারাপোভার বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই সেরেনার। কেননা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মুখোমুখিই হননি দুজন। এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। ২০১৯ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দেখা হয়ে যাচ্ছে তাদের। ২৬ আগস্ট শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম। ড্র ভাগ্যে প্রথম রাউন্ডেই মুখোমুখি দাঁড়িয়ে গেছেন সেরেনা-শারাপোভা। যাতে টেনিস বিশ্ব প্রথমবার ইউএস ওপেনে দেখতে যাচ্ছে দুই তারকার লড়াই।
৩৭ বছর বয়সী সেরেনা ও ৩২ বছর বয়সী শারাপোভা অন্য তিন গ্র্যান্ড স্লামে মুখোমুখি দাঁড়ালেও ইউএস ওপেনে খেলেননি কখনও।
দুই তারকার লড়াইটা অবশ্য হয়ে গেছে একপেশে। প্রতিযোগিতা ও কোর্ট পাল্টালেও জয়ীর বেশে থাকছেন সেরেনাই। শারাপোভার মুখোমুখি হয়ে টানা ১৮ জয় সেরেনার। ২০০৫ সাল থেকে মুখোমুখি ২১ লড়াইয়ে সেরেনা এগিয়ে ১৯-২ ব্যবধানে।