এবার ডেঙ্গু মশার কামড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক | রবিবার,২৫ আগস্ট ২০১৯:
এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা মারা গেছে। মৃতের নাম ফজলুর রহমান (৫৫)। তিনি গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতা ছিলেন বলে জানা গেছে। শনিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ঢামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের প্রাণহানি হলো।
মৃত ফজলুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদরের পলপুর গ্রামে। তিনি রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন।
ফজলুর রহমানের ভাতিজা আল ফায়েদ নোভেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার চাচা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এরমধ্যে রক্ত পরীক্ষা করানোর পর তার ডেঙ্গু ধরা পড়ে।
শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফজলুর রহমানকে। এর একদিন পরই তিনি মারা গেলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর