August 21, 2025, 11:23 pm

মোদীকে পুরস্কার: সফর বাতিল পাক সিনেট প্রধানের

Reporter Name 155 View
Update : Sunday, August 25, 2019

নিউজ ডেস্ক | রবিবার,২৫ আগস্ট ২০১৯:
কাশ্মীর ইস্যুতে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে, কশ্মীরে যখন মুসলিমদের ওপর নির্যাতন চলছে সে মুহুর্তে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরস্কৃত করায় সংসদীয় প্রতিনিধি দলের আরব আমিরাত সফর বাতিল করেছেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি।

আমিরাত সরকারের আমন্ত্রণে রবিবার (২৫ আগস্ট) থেকে বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত তিন দিনে সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানি প্রতিনিধি দলের। এ সময় উপসাগরীয় দেশটির সংসদীয় ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তাদের।

ভারতীয় দখলদারিত্বের মুখে কাশ্মীরিদের স্বাধীনতার অধিকারকে সমর্থন না করায় আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিনেট সচিবালয়। খবর-জিও টেলিভিশনের

লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গেলে নরেন্দ্র মোদী। এ সময় নরেন্দ্র মোদীকে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে পুরস্কৃত করা হয়।

তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে। কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় সরকারের নিপীড়নে এই চূড়ান্ত সময়েও মোদীকে তুষ্ট করতে আরব আমিরাতের ভূমিকার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

মোদীকে অর্ডার অব জায়েদ মেডেল দিয়েছেন আমিরাতের সিংহাসনের উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ভারত ও আমিরাতের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতে শনিবার (২৪ আগস্ট ) আমিরাত সফরে যায় নরেন্দ্র মোদী।

এ সময় শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই মোদীর গলায় মেডেল পরিয়ে দেন।

এদিকে সাংবিধানিক স্বায়ত্তশাসন বাতিলের পর কাশ্মীরে মুসলিমদের ওপর নিয়মিত দমনপীড়ন চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর