শেখ হাসিনাকে ‘এতিম করা’ বুলেটই খালেদা জিয়াকেও ‘বিধবা করেছে’: কাদের
						নিউজ ডেস্ক | রবিবার,২৫ আগস্ট ২০১৯:
’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে ‘এতিম করা’ বুলেটই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও ‘বিধবা করেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘১৫ আগস্টের খুনিদের যদি রক্ষা করা না হতো, তাহলে দেশের ইতিহাসে আরেকটি খুনিচক্র জেনারেল জিয়াকে হত্যার দুঃসাহস পেতো না। ঘাতকরাই ঘাতকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
রবিবার (২৫ আগস্ট) জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা হত্যাকেই ডেকে আনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহযোগিতা করেছেন। হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন, বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। হত্যাকরীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন। কিন্তু তাদের বিচার করেননি। জেনারেল জিয়া যদি মুজিব হত্যার বিচার করতেন তাহলে সেই চক্রটি তাঁকে হত্যা করতে পারতো না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা ৫ম সংশোধনী করে ব্ঙ্গবন্ধু হত্যার বিচার করতে দেয়নি তারা দলে দলে দেশের রাজনীতিকে ধ্বংস করেছেন। এখন দেশের রাজনৈতিক দলগুলো সামাজিক কর্মসূচিতেও পরস্পরের থেকে দূরে থাকে। এমনকি অনেকক্ষেত্রে কথা বলাবলিও বন্ধ থাকে। কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করে খুনিদের বিচার বন্ধ করতে যেয়ে যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করা হয়েছে তা এখন আরও উঁচু হয়েছে। এই দেয়াল কী করে আমরা এড়িয়ে যাবো, কী করে ভুলে যাবো, বলেন।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শেখ কবির, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমদ প্রমুখ।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										