চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট ২০১৯:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। রবিবার (২৫ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘একটু শারীরিক সমস্যায় ভুগছি। সে কারণে চিকিৎসকের পরামর্শে আজ (রবিবার) মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছি। সোমবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। যদি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দেন, তাহলে পরদিনই দেশে ফিরবো, ইনশাল্লাহ।’
তিনি আরো বলেন, ‘আমি দেশের বাইরে থাকলেও হোয়াটসঅ্যাপসহ অন্য মাধ্যমে ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটর করবো।’
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় মেয়র সাঈদ খোকনও আঘাতপ্রাপ্ত হন। সে কারণে তাকে মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর